ওটিটিতে মুক্তি পেল শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১০:৫৪ পিএম

বক্স অফিসের ‘পাঠান’র সফলতাই প্রমাণ করে যে আজও বিশ্বজুড়ে অক্ষুণ্ণ রয়েছে শাহরুখের জনপ্রিয়তা। ছবি: সংগৃহীত

বক্স অফিসের ‘পাঠান’র সফলতাই প্রমাণ করে যে আজও বিশ্বজুড়ে অক্ষুণ্ণ রয়েছে শাহরুখের জনপ্রিয়তা। ছবি: সংগৃহীত

নির্ধারিত দিনের অনেক আগেই ওটিটিতে আসছে শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত বক্স অফিসে ইতিহাস সৃষ্টিকারী ছবি ‘পাঠান’, গেল সপ্তাহে এমনটাই শোনা গিয়েছিল।

সেই গুঞ্জনই সত্য হলো। বুধবার (২২ মার্চ) সকালে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ঘোষণা এলো, ইতোমধ্যেই ওটিটি জায়ান্ট অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হয়েছে ‘পাঠান’ ছবিটি। যেখানে পোস্টের ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘পাঠানের পার্টি এখন’।

জানা গেছে, হিন্দি সহ তামিল ও তেলেগুতে ওটিটিতে স্ট্রিমিং হয়েছে ‘পাঠান ছবিটি। যেখানে সিবিএফসির বাদ দেওয়া বিতর্কিত দৃশ্যও দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

মুক্তির প্রথম ধাপেই ১০০০ কোটি রুপি আয় করেছে কিং খানের ‘পাঠান’। বিশ্বব্যাপী এই আয় ১২২ মিলিয়নেরও বেশি। হিন্দি ছবির ইতিহাসে ‘দঙ্গল’কে হার মানিয়েছে ‘পাঠান’র এই আয়।

এতদিন ১০০০ কোটি রূপি আয় করা একমাত্র বলিউড ছবি ছিল আমির খানের ‘দঙ্গল’। এছাড়াও দক্ষিণই ছবি হিসেবে প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’ ১০০০ কোটির মাইলফলক ছুঁয়েছিল।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh