লাল-সবুজের ফ্যাশন

রবিউল কমল

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১০:৪০ এএম

 স্বাধীনতা দিবসের ফ্যাশন। ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসের ফ্যাশন। ছবি: সংগৃহীত

বিশেষ কোনো দিবস বা উৎসব মানেই আমাদের ফ্যাশনে তার ছোঁয়া লাগে। এসব উৎসবের ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ রং। রঙের মাধ্যমে আমরা একটি নির্দিষ্ট বিষয়কে বুঝিয়ে থাকি। এটাই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে চলে আসা দীর্ঘদিনের ট্রেন্ড। এই যেমন ২৬ মার্চ স্বাধীনতা দিবস। দিবসকে সামনে রেখে বিভিন্ন ফ্যাশন হাউস বিভিন্ন আয়োজনে সেজে উঠেছে।

তারা বিশেষ রংকে গুরুত্ব দিয়ে স্বাধীনতার ফ্যাশন পসরা সাজিয়েছে। স্বাধীনতার রং বলতে লাল-সবুজকেই বোঝায়। আর তাই স্বাধীনতার ফ্যাশনে এই দুটি রংকেই প্রাধান্য দেওয়া হয়েছে। স্বাধীনতার ফ্যাশন ও সাজ নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।

ছেলেরা স্বাধীনতা দিবসের ফ্যাশন হিসেবে বেছে নিতে পারেন টি-শার্ট। বিভিন্ন ডিজাইনের টি-শার্টগুলো পাওয়া যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের দেশীয় ফ্যাশন হাউসগুলোতে। নতুন কিনতে না পারলে চিন্তার কোনো কারণ নেই।

পুরনো সংগ্রহ থেকেই লাল বা সবুজ একটি টি-শার্ট বেছে নিতে পারেন। সঙ্গে একটি পতাকা বেঁধে নিতে পারেন কপালে বা হাতে। এর সঙ্গে লাল-সবুজ ব্রেসলেটও পরতে পারেন হাতে। বেশ মানিয়ে যাবে। বাজারে এখন সবসময় বাংলাদেশের পতাকার ব্যাজ বা স্টিকার কিনতে পাওয়া যায়। ওগুলো কিনে যে কোনো রঙের টিশার্টে লাগিয়ে দিতে পারেন। 

আর যারা পাঞ্জাবি পরতে চান তারা সুতি কাপড়ের পাঞ্জাবি বেছে নিতে পারেন। লাল-সবুজের সংমিশ্রণের পাঞ্জাবি কিনে নিতে পারবেন বিভিন্ন ফ্যাশন হাউস থেকে। শুধু লাল কিংবা শুধু সবুজও পরতে পারেন।

এখনকার মানুষ অনেক শৌখিন ও রুচিশীল। মানুষের এসব বিষয়কে গুরুত্ব দিয়ে এবার বিভিন্ন ফ্যাশন হাউস বিভিন্ন দিবস বা উৎসবকে কেন্দ্র করে বেশ রুচিশীল পোশাক তৈরি করছে। তবে কেউ চাইলে তার পছন্দমতো পোশাকও বানিয়ে নিতে পারেন। এতে নিজের একদম আলাদা একটি স্টাইল তৈরি করা সম্ভব।

পোশাকের ভিন্নতায় নারীরা শাড়ি পরতে পারেন। নারীরা লাল-সবুজ শাড়ি ও লম্বা হাতার ব্লাউজের সঙ্গে, কিংবা এক রঙা শাড়ির সঙ্গে বেছে নিন লাল-সবুজ একটি উত্তরীয়। সময়টা যেহেতু একটু গরম, তাই শাড়ির সঙ্গে স্ভিলেস ব্লাউজও পরতে পারেন।

লাল-সবুজ শাড়ি পরতে না চাইলেও এক রঙা শাড়ির সঙ্গে লাল-সবুজের সংমিশ্রণে ব্লাউজ পরতে পারেন। এ ক্ষেত্রে সাদা, টিয়া কিংবা কালো শাড়ির সঙ্গে মানানসই লাল কিংবা সবুজ ব্লাউজের হাতায় লেস বসানো হলে দেখতে বেশ সুন্দর লাগবে। তবে যারা শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা সালোয়ার-কামিজ অথবা লম্বা কুর্তা পরতে পারেন।

এক্ষেত্রেও উঁচু গলা ও লম্বা হাতা মানানসই হবে। আর পোশাকে লাল-সবুজ রাখতে না চাইলে রাখুন ওড়না, স্কার্ফ, গহনা। কপালে লাল-সবুজ টিপ পরে দুহাত সাজিয়ে নিতে পারেন রেশমি চুড়িতে। খোঁপায় পরতে পারেন লাল ফুল। 

এদিনের মেকআপেও রাখতে পারেন হালকা লাল-সবুজের শেড। একটু ভিন্নতা আনতে ডান পাশের গালে আলপনাও এঁকে নিতে পারেন।  

স্বাধীনতা দিবসের দিনে ঘুরতে বের হবেন। কিন্তু বাসার ছোট সদস্যদের কী পরাবেন। শিশুদের জন্যও বিভিন্ন ফ্যাশন হাউস বিভিন্ন পোশাক এনেছে। শিশুদের পোশাকেও আধিক্য পাচ্ছে লাল-সবুজ। তাই লালের সঙ্গে অল্প সবুজের মিশ্রণে সাজিয়ে তুলুন সন্তানকে। গালে ও শরীরের বিভিন্ন জায়গায় আলপনা দিয়ে পতাকা এঁকে দিতে পারেন। আঁকিয়ে নিতে পারেন স্মৃতিসৌধ, শহীদ মিনার কিংবা জাতীয় পতাকার প্রতীকও।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh