উপস্থাপনা-মঞ্চে সানজিদা রোজ

মোহাম্মদ তারেক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১০:৫৭ এএম

সানজিদা রোজ। ছবি: সংগৃহীত

সানজিদা রোজ। ছবি: সংগৃহীত

সানজিদা জাহান রোজ। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তিনি। বরিশাল শিল্পকলা একাডেমিতেই তার সৃজনশীল কাজের সঙ্গে ওঠা-বসা ছিল। ২০১৫ সালে মিডিয়ায় পুরোদমে কাজ শুরু করেন এ গ্ল্যামারকন্যা। এরপর অভিনয় ও উপস্থাপনায় পথচলা শুরু হয়। রোজের মতে, ‘আমি শুরু থেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করছি।

একই সঙ্গে উপস্থাপনাও শুরু করি। অভিনয় শিল্পী সংঘের সদস্য হওয়ার আগেই দশের অধিক নাটকে অভিনয় করেছি। এখন অব্দি ২৫টির মতো টেলিভিশন নাটক প্রচার হয়েছে।’ অভিনয় দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করলেও কিছুদিন ধরে এ মাধ্যমে তার দেখা মিলছে না। কিন্তু কেন?

সানজিদা রোজ। 

রোজ এ প্রসঙ্গে বলেন, ‘আমি ঈদের পর থেকে অভিনয়ে নিয়মিত হচ্ছি। দুটো ধারাবাহিকের কাজ শুরু করব। এ ছাড়া খণ্ড নাটকেও অভিনয় করতে চাই। ঈদের কাজের জন্য প্রস্তাব পাচ্ছি। কিন্তু সময় বের করতে পারছি না। সবকিছু গুছিয়ে অভিনয়ে নিয়মিত হব।’

মিডিয়ায় অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে রোজ বলেন, ‘আমি বর্তমানে বিভিন্ন ইভেন্ট উপস্থাপনা করছি। ঈদের পর থেকে উপস্থাপনায় ব্যস্ততা বাড়বে। একটি টেলিভিশন চ্যানেলে সংগীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করব। এছাড়া সংবাদ পাঠের বিষয়েও কথাবার্তা এগিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি স্বরকল্পন আবৃত্তিচক্রের সঙ্গে জড়িত আছি। এর বাইরে মঞ্চে সময় দিচ্ছি। নাট্য আন্দোলনের সৃজনশীল সংগঠন জেনেসিস থিয়েটারের সঙ্গে যুক্ত আছি।

বিশেষ দিবস উপলক্ষে আমরা নাটক মঞ্চস্থ করি। সিনেমায় অভিনয়ের ব্যাপারেও ভাবছেন এ অভিনেত্রী। তিনি বলেন, আর্ট ফিল্মে অভিনয়ের ইচ্ছে আছে। গল্পনির্ভর কাজ করতে চাই। এর বাইরে বড় পরিসরে কাজের বিষয়ে এখন ভাবছি না।’

সানজিদা রোজ।

অভিনয়ে কতটুকু ছাড় দিতে পারবেন জানতে চাইলে তিনি বললেন, চরিত্রের প্রয়োজনে চাইলেই সব করা যায় না। দেশের সমাজ ও সংস্কৃতির বাইরে যায় এমন কিছু করব না। কারণ আমি শুধু অভিনেত্রী নই। আমার অন্যান্য দায়বদ্ধতাও আছে। সবকিছু বিবেচনা করেই কাজ করতে হয়। উল্লেখ্য, মিডিয়ায় কাজের বাইরেও সানজিদা রোজ আরও বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন।

তিনি একজন উদ্যোক্তা। ২০১৬ সালে গোলাপ কুঁড়ি যুব উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেছেন। প্রায় ২০০০ নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এ সংস্থার মাধ্যমে। তিনি কাজ শুরু করেছেন রোজভিউ লেদার অ্যান্ড ফুটওয়্যার এবং রোজভিউ কালেকশনের। রোজ যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব মেলা ২০২২-এ হোম ডেকোরেশন আইটেম প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh