প্রথম রোজার দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১০:৫৮ এএম

রাজধানী ঢাকার রাস্তায় চরম মাত্রায় পৌঁছেছে বায়ুদূষণ। ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার রাস্তায় চরম মাত্রায় পৌঁছেছে বায়ুদূষণ। ছবি সংগৃহীত

ঢাকার বাতাসের উন্নতি যেন কল্পনার আশায় পরিণত হয়েছে। আজও ঢাকার বাতাস আগের মতোই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। কোনোমতেই ঢাকার বাতাসের উন্নতি ঘটছে না। এদিকে আজ দেশে প্রথম রোজা পালন করছেন মুসল্লিরা। তবে বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তালিকায় সপ্তমে রয়েছে ঢাকা।

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স এয়ারের (আইকিউ) তথ্য বলছে, ১৫৫ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় সপ্তমে রয়েছে ঢাকা। 

একিউআই স্কোরে শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ২০৯। দ্বিতীয় স্থানে আছে ইরাকের রাজধানী বাগদাদ, স্কোর ১৮২। ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। চতুর্থ স্থানে আছে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ১৫৯। পঞ্চমে পাকিস্তানের করাচি (স্কোর ১৫৬)।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh