পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৩:৩০ পিএম

পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

সম্প্রতি পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম  অপারেশনাল প্ল্যানের আওতায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ন্যাশনাল কনসালট্যান্ট (কোয়ালিটি ইম্প্রুভমেন্ট)। 

পদের সংখ্যা: ১। 

আবেদন যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি অথবা পাবলিক হেলথ/সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েবভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ জানতে হবে। এমআইএস, ডিএইচআইএসটু বা যেকোনো ডিজিটাল অ্যাপে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এফপিসিএস কিউআইটি ইনিশিয়েটিভ ও এফপি সার্ভিস ডেলিভারি সিস্টেম সম্পর্কে ব্যাপক জানাশোনা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

অভিজ্ঞতা: ফ্যামিলি প্ল্যানিং/ম্যাটারনাল হেলথ/পাবলিক হেলথ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়সসীমা: ৩৫-৫৫ বছর। 

বেতন: মাসিক বেতন সাকল্যে ১,২০,০০০ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহীদের ডিরেক্টর, সিসিএসডিপি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫ বরাবর আবেদন করতে হবে। আবেদন, জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এই ঠিকানায় ই–মেইল করে দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ এপ্রিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh