যশোরে স্বাধীনতা যুদ্ধের ম্যাগজিন উদ্ধার

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৫:১৪ পিএম

উদ্ধারকৃত গুলিভর্তি ম্যাগজিন। ছবি: যশোর প্রতিনিধি

উদ্ধারকৃত গুলিভর্তি ম্যাগজিন। ছবি: যশোর প্রতিনিধি

যশোরে মণিরামপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে মাহতাবনগর এলাকা থেকে ২৬ রাউন্ড গুলিসহ এসএমজির একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

কপোতাক্ষ নদের তীরে মাটি খুঁড়তে গিয়ে আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি গুলিভর্তি ম্যাগজিনটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন। উদ্ধারকৃত গুলি ও ম্যাগাজিন স্বাধীনতা যুদ্ধের সময়কার বলে পুলিশ ধারণা করেছে।

মণিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় আব্দুল মোতালেব কপোতাক্ষ নদের খননকৃত মাটি পাড়ে উত্তোলনের পর কোদাল দিয়ে সমান করার কাজ করছিলেন। এসময় কোদালে একটা বক্স সাদৃশ্য বস্তুতে আঘাত লাগে। তিনি বক্সটি উঠিয়ে বাসায় নিয়ে যায়। তিনি কাউকে না জানিয়ে বক্সটি রেখে তারাবির নামাজ পড়তে মসজিদে চলে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে বক্সটি টিউবওয়েলের পানিতে পরিষ্কার করে গুলি ভর্তি দেখতে পায়। এরপর তিনি বিষয়টি মোবাইল ফোনে মনিরামপুর থানার ওসিকে জানান। এরপর পুলিশের একটি দল গিয়ে এসএমজির ১টি ম্যাগাজিনের ভিতর মরিচাধরা ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মণিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান আরো জানান, উদ্ধারকৃত গুলি ও ম্যাগাজিন ৫১ বছরের আগে স্বাধীনতা যুদ্ধের সময়কার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh