নাটোরে গণহত্যা দিবস পালিত

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৫:১৯ পিএম

গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি: নাটোর প্রতিনিধি

গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ শনিবার (২৫ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামিম আহম্মেদ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার এটি এম মাঈনুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূর আহম্মেদ মাসুম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড সিরাজুল ইসলাম পিপি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ২৫ শে মার্চ রাতে অসহায় বাঙ্গালিদের মাঝে পাকিস্তানী হায়নারা ঝাঁপিয়ে পড়ে এতে অনেক বাঙ্গালি মারা যায়। তারা সারা রাত ধরে হত্যা চালায় এদেশের নিরীহ সাধারণ মানুষের উপর তাই আজকের রাতটি কালো রাত হিসেবে ধরা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh