নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৮:৩৬ এএম
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের চর হিসেবে কাজ করেছিলেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ রবিবার (২৬ মার্চ) সকালে ধানমন্ডি-৩২ নম্বরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি করেন তিনি।
এসময় তথ্যমন্ত্রী বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখেছি। এখনও বহু মুক্তিযোদ্ধা বেঁচে আছে। যুদ্ধের সময় কোনো একজন মুক্তিযোদ্ধাকে কেউ পানি খাইয়েছে অথবা একবেলা ভাত খাইয়েছে, সেই অপরাধে তাকে ধরে নিয়ে পাকিস্তানিরা হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, নির্যাতন করেছে। জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেছে আর খালেদা জিয়াকে তারা নতুন বউয়ের আদরে আদরযত্ন করে, এতেই তো প্রমাণিত হয় যে জিয়া মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের দোসর হিসেবে কাজ করেছে।
মির্জা ফখরুলদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ইতিহাস বিকৃত করে তা ঢেকে দিয়ে তারা এখন আবোল-তাবোল বলছে।