পুঠিয়ায় কষ্টি পাথরসহ গ্রেপ্তার ২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৯:৪৮ এএম

জহুরুল হক ও সম্রাট। ছবি: পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

জহুরুল হক ও সম্রাট। ছবি: পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে পুরাতন কষ্টি পাথরসহ শ্যালক-দুলাভাইকে আটক করেছে র‌্যাব। পরে তাদের পুঠিয়া থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের পাকা গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে জহুরুল হক (৪৫) ও পুঠিয়া সদর ইউনিয়নের খলিফাপাড়া গ্রামের মৃত শের মোহাম্মদের ছেলে সম্রাট (১৬)।

গতকাল শনিবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা সদর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুঠিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্যবান একটি পুরাতন কষ্টি পাথরের  পার্বতী মূর্তি, একটি মোবাইল ফোন, দুটি সীমকার্ডসহ দুইজন অভিযুক্তকে আটক করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যার পর র‌্যাব-৫ এর সদস্যরা কষ্টি পাথরসহ দুই জনকে থানায় হস্তান্তর করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh