নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১০:৩২ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ১১:০০ এএম
নবজাতক। ছবি: নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় হাসপাতালের টয়েলেটে এক নবজাতক জন্মদিয়ে পালিয়ে গেলেন এক নারী। গতকাল শনিবার (২৫ মার্চ) দুপুরের দিকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রসব ব্যথা নিয়ে এক গর্ভবতী নারী আসেন। বারবার টয়লেটে আসা যাওয়া করছিলেন তিনি। এরই এক পর্যায়ে সেখানে সন্তান প্রসব করে পালিয়ে যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ পরে নবজাতককে উদ্ধার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প.কর্মকর্তা রেজওয়ানুল কবির জানান, নবজাতকের মায়ের নাম রুবিনা বেগম বলে জানা গেছে। ওই শিশুর প্রকৃত ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।