ঝিনাইদহে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে হাজারো মানুষের ঢল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:১৪ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০১:২৭ পিএম

স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় শহরের চুয়াডাঙ্গা স্ট্যান্ডে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রেরণা একাত্তর চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মনিরা বেগম, পরে পুলিশ সুপার আশিকুর রহমান, পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল থেকেই ২৬ মার্চ উপলক্ষে শহীদ স্মৃতি সৌধে জড়ো হতে থাকে মানুষ।

এছাড়া দিনব্যাপী আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh