‘গাফিলতির কারণেই বিমানের ই-মেইল সার্ভার হ্যাক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৩:২৫ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০৩:২৭ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সপ্তাহের বেশি ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার হ্যাকারদের হাতে জিম্মি ছিল। বর্তমানে সার্ভার ফিরে পেয়েছে সংস্থাটি। সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই সার্ভার হ্যাক হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। তবে তিনি হ্যাকারদের টাকা দাবি করার বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

আজ রবিবার (২৬ মার্চ) রাজধানীতে একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

এসময় বিমান প্রতিমন্ত্রী বলেন, যারা সার্ভার হ্যাক করেছে কোন অর্থ দাবি করেনি। গাফিলতি ছিলো বলেই সার্ভার আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে বিমানের এমডি শফিউল আজিম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে , ২৭ মার্চ আইসিটি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যৌথভাবে জানানো হবে সর্বশেষ আপডেট। 

মাহবুব আলী বলেন, সার্ভার হ্যাক হওয়ায় সামান্য ক্ষতি হয়েছে। হ্যাকাররা তেমন ক্ষতি করতে পারেনি। অ্যাটাক হয়েছে এটাই একটা ক্ষতি। টাকা দাবি করার মতো তথ্য আমাদের কাছে নেই। তারা তেমন কোনো তথ্যও নিতে পারেনি। হ্যাকাররা ফায়ার ওয়ালের মধ্যে ঢুকতে পারেনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh