নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১২:১১ পিএম

২৫ কেজি ২০০ গ্রাম ওজনের কোরাল মাছ। ছবি: কক্সবাজার প্রতিনিধি

২৫ কেজি ২০০ গ্রাম ওজনের কোরাল মাছ। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদে এক জেলের বড়শিতে ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। গতকাল রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন ঘোলারচর এলাকায় মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলে আবুল ফয়েজের বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি সাড়ে ২৭ হাজার টাকায় টেকনাফ পৌরসভার মাছবাজারের ভাই ভাই ফিশিংয়ের আড়তদার মোহাম্মদ আমিন কিনে নেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলে আবুল ফয়েজ জানান, প্রায় ছয় বছর ধরে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ আছে। শাহপরীর দ্বীপের ঘোলারচরে বসে নাফ নদীতে সকালে বড়শি ফেলেন তিনি। প্রায় ২০ মিনিট পর তিনি বড়শি টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু বড়শি ভারী মনে হওয়ায় আরও একজনের সহযোগিতা নেন। পরে বড়শি টেনে তুলে দেখেন একটি কোরাল মাছ। মাছটির ওজন ছিল ২৫ কেজির মতো। মাছটি তিনি ২৪ হাজার টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী জালালের কাছে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ জালাল বলেন, টেকনাফ পৌরসভার মাছবাজারে দুপুরের পর প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে সাড়ে ২৭ হাজার টাকায় মাছটি ভাই ভাই ফিশিংয়ের আড়তদার মোহাম্মদ আমিনের কাছে বিক্রি করেন তিনি। মাছটি টেকনাফে নিয়ে বিক্রি করে তার সাড়ে তিন হাজার টাকা লাভ হয়েছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বিভিন্ন সময় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলায় প্রজনন মৌসুমে ডিম ছাড়ার পাশাপাশি মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর চেয়েও বেশি ওজনের কোরাল পাওয়া যায়। নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। চাহিদা থাকায় সব সময় এ মাছ ভালো দামেই বিক্রি হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh