২২ নম্বর বাকশো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০১:১৭ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৩, ০১:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বল্টু কিছুতেই চাকরি পেলনা। তখন সে একটা ক্লিনিক খুলল আর বাইরে লিখে দিল, “৩০০ টাকায় যে কোন রোগের চিকিৎসা করান। চিকিৎসা না হলে এক হাজার টাকা ফেরৎ।

এক ডাক্তারের চোখে পড়লো লেখাটি আর ভাবল এক হাজার টাকা রোজগার করার একটা দারুণ সুযোগ...

সে সেই ক্লিনিকে গেল আর বলল: আমি কোন জিনিস খেতে গেলে তাতে কোন স্বাদ পাইনা।

বল্টু: নিজের নার্সকে বলল, ২২ নম্বর বাকশো থেকে ওষুধ বার কর আর ৩ ফোটা খাইয়ে দাও।

নার্স খাইয়ে দিল।

ডাক্তার– আরে, এটা তো পেট্রোল।

বল্টু: দেখলেন তো আমাদের ক্লিনিকের কামাল। আপনি টেস্টটা জিভে পেয়ে গেছেন। এবার আমাকে ৩০০ টাকা ফি দিয়ে দিন।

কিন্তু ডাক্তার ভীষণ চতুর। ভাবল, একে টাইট করতে হবে, আর পয়সাটাও উসুল করতে হবে।

তাই আবার কিছুদিন পর সে সেই ক্লিনিকে এল।

ডাক্তার– আমার মেমরি কমে গেছে। কিছুই মনে থাকেনা।

বল্টু: নার্স, এনাকে সেই ২২ নম্বর বাকশো থেকে ৩ ফোটা দাও।

ডাক্তার: কিন্তু স্যার, ওটা তো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ।

বল্টু: দেখলেন তো ওষুধ খাওয়ার আগেই আপনার মেমরি ফিরে এসেছে। দিন, আমার ৩০০ টাকা।

ডাক্তার বেহুঁশ

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh