ঈদে ট্রেনের অগ্রিম টিকিট কবে পাবেন জেনে নিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৪:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আগামী ২২শে এপ্রিল পবিত্র ঈদুল ফিতর। দিনটিকে ঘিরে কমলাপুর স্টেশনসহ বড় বড় স্টেশনগুলোতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এরই সঙ্গে ঈদের টিকিট কাটতে ভোগান্তি নিরসনে এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হবে, বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ২২শে মার্চ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী।

আগামী ৭ই এপ্রিল থেকে অনলাইনে বিক্রি শুরু হবে ঈদযাত্রার অগ্রিম টিকিট। আর ফিরতি টিকিট মিলবে ১৫ এপ্রিল থেকে।

কবে, কখন টিকিট বিক্রি হবে তা নিয়ে মন্ত্রী জানান, আগামী ৭ এপ্রিল দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। ৮ই এপ্রিল ১৮ তারিখের, ৯ই এপ্রিল ১৯ তারিখের, ১০ই এপ্রিল ২০ তারিখের, ১১ই এপ্রিল ২১ তারিখের টিকিট। আর ফিরতি টিকিট যাত্রীরা অনলাইনে পাবেন ১৫ই এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত।

মন্ত্রী আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh