ঝিনাইদহে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৬:৪৯ পিএম

ইয়াবাসহ আটককৃত দুই মাদক ব্যবসায়ী। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ইয়াবাসহ আটককৃত দুই মাদক ব্যবসায়ী। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দশ হাজার পিস ইয়াবাসহ দুই মদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৪ টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে ইয়াবাসহ নূর মোহাম্মদ (৪৫) ও ইমরান হোসেন (২৫) নামে দুইজনকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি নূর মোহাম্মদ কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভা এলাকার মৃত হাজী নজীর আহমেদের ছেলে এবং মো. ইমরান হোসেন যশোর জেলার বেনাপোল উপজেলার ভবারবেড় এলাকার আজিবার রহমানের ছেলে।

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার জানান, সোমবার ভোর রাতে টেকনাফ থেকে দুইজন ইয়াবা বহনকারী ঝিনাইদহ হয়ে যশোর যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ বাস টার্মিনালে টেকনাফ থেকে ছেড়ে আসা বাস যাত্রীদের তল্লাশি করা হয়।  সেসময় নূর মোহাম্মদের কাছে ৯হাজার ৫শত পিচ ও ইমরানের কাছে ৫শ পিচ ইয়াবা পাওয়া যায়। আসামী ইমারান অন্য বাসের হেলপার।

এসময় আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh