প্রতি সিগারেটে ১০ টাকা শুল্ক আরোপের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৭:৫৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রতি শলাকা সিগারেটে ১০ টাকা করে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সেই সঙ্গে একটি বিড়িতে ৩ টাকা হারে একই শুল্ক আরোপের প্রস্তাব করেছে তারা।

আজ সোমবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি)।

এছাড়া প্রতি গ্রাম জর্দা এবং গুলের ওপর ৬ টাকা করে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছরে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ১ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার কথা বলেছে শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কটি।  

একইসঙ্গে সিগারেটসহ অন্যান্য তামাকজাত পণ্যের ওপর মূল্য সংযোজন কর (মূসক/ ভ্যাট/) ১৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছে সিপিডি। 

২০২২ সালে শেয়ারবাজারে নিবন্ধিত তামাকপণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলোর ওপর কার্যকর কর ১ শতাংশীয় পয়েন্ট কমেছে। পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ অর্থবছরে তাদের করপোরেট কর ৪৫ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে অর্থনৈতিক গবেষণা সংস্থাটি।   

তাছাড়া প্রতি মিলিলিটার কোমল পানীয় ও এনার্জি ড্রিংক্সে ১০ পয়সা করে আবগারি শুল্ক আরোপের কথা বলেছে সিপিডি। শিগগিরই এসব বাস্তবায়ন দেখতে চায় তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh