এলিফ্যান্ট রোডের শেলটেক ‍সিয়েরা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৯:৫৭ পিএম

রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক ‍সিয়েরা কম্পিউটার মার্কেট। ছবি: সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক ‍সিয়েরা কম্পিউটার মার্কেট। ছবি: সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক ‍সিয়েরা কম্পিউটার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

ফায়র সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন কম্পিউটার এক্সেসরিজ ও মেরাতমতকারী মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ৭টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরও ৯টি ইউনিট অগ্নি নির্বাপনে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৯টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh