রাত ৮টায় বাংলাদেশের আকাশে দেখা যাবে সারিবদ্ধ ৫ গ্রহ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৭:৩২ পিএম

জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের মতে, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাসকে দেখতে পাবেন ৫০ ডিগ্রির ছোট্ট এলাকায়। প্রতীকী ছবি

জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের মতে, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাসকে দেখতে পাবেন ৫০ ডিগ্রির ছোট্ট এলাকায়। প্রতীকী ছবি

সম্প্রতি রাতের আকাশে চাঁদ আর শুক্রকে এক সঙ্গে দেখা গিয়েছিল। ফের নতুন চমক দেখা যাবে বাংলাদেশের রাতের আকাশে।  আজ মঙ্গলবার (২৮ মার্চ) সূর্যাস্তের ঠিক পরপরই পাঁচটি গ্রহকে একই সরলরেখায় দেখতে পাওয়া যাবে। 

গ্রহগুলি দিগন্ত থেকে শুরু করে বৃহস্পতির সঙ্গে সারিবদ্ধ হবে, যা সূর্যাস্তের ঠিক পরে সন্ধ্যার আকাশে ৮ টায় দিকে দেখা যেতে পারে। এর পরে শুক্র, ইউরেনাস, চাঁদ এবং মঙ্গল গ্রহকে ধীরে ধীরে দেখা যাবে। 

জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের মতে, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাসকে দেখতে পাবেন ৫০ ডিগ্রির ছোট্ট এলাকায়। 

কখন এবং কীভাবে এই আশ্চর্যজনক ঘটনাটি দেখতে পাবেন?

বিজ্ঞানীদের মতে, জ্যোতির্বিদ্যায় এই ঘটনাটিকে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট বলা হয়। এর মধ্যে বুধকে খুব অল্প সময়ের জন্য দেখা যায়, কারণ এটি সূর্যের খুব কাছে। বুধের ঠিক উপরে বৃহস্পতি থাকবে। আর তাদের উপরে একটি উজ্জ্বল গ্রহ দেখতে পাবেন। সেটি হল শুক্র। শুক্রর উপরে মঙ্গল গ্রহকে দেখা যাবে। আর তাদের আশে পাশে দেখতে পাবেন চাঁদকে। ইউরেনাস ও মঙ্গল, শুক্র গ্রহের মাঝখানে থাকবে। বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল গ্রহকে খালি চোখে দেখা যায় তাদের উজ্জ্বলতার কারণে। তবে সন্ধ্যার আকাশে ইউরেনাসকে দেখতে আপনার একটি টেলিস্কোপের প্রয়োজন হবে, যা পৃথিবী থেকে ৩.০৫ বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh