ব্রয়লার মুরগির দাম আরও কমলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৭:৩৩ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৩, ০৭:৩৬ পিএম

বাজারে ব্রয়লার মুরগি। ছবি: সংগৃহীত

বাজারে ব্রয়লার মুরগি। ছবি: সংগৃহীত

রমজান মাস শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই কমছে ব্রয়লার মুরগির দাম। আজ মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকা কমে এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৮০-৩০০ টাকায় বিক্রি হয়েছে। 

জানা যায়, পোলট্রি খাতের শীর্ষ চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৯০-১৯৫ টাকা নির্ধারণের পর থেকেই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে বাজারে।

ব্যবসায়ীরা জানান, করপোরেট কোম্পানিগুলো দাম কমিয়ে দেওয়ার কারণে প্রান্তিক খামারে মুরগির দাম আরও বেশি কমেছে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, এ দাম আরও কমতে পারে বলেও জানান তারা।

মোহাম্মদপুর টাউন হল বাজারের মুরগি বিক্রেতা জলিল শেখ বলেন, সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পর থেকে মুরগির দাম কমছে। দুই-একদিনের মধ্যে দাম আরও কমতে পারে বলেও জানান তিনি।

ব্রয়লার মুরগির নিম্নমুখী দামের কারণে সোনালি মুরগির দামও কিছুটা কমেছে। বর্তমানে সোনালি মুরগি প্রতি কেজি ৩৫০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও প্রতি কেজি ৩৮০ টাকায় বিক্রি হয়েছে সোনালি মুরগি।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে ব্রয়লার প্রতি কেজি ২১০ টাকা চাওয়া হচ্ছে। দরদাম করে ২০০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি কেনা যাচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh