লিটনের দ্রুততম ফিফটির রেকর্ড

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৪:৫৭ পিএম

লিটন দাস। ছবি: সংগৃহীত

লিটন দাস। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস। দেশের হয়ে এটাই দ্রুততম ফিফটি।

এর আগে, ২০০৭ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 

দলীয় দ্রুত হাফ সেঞ্চুরির পর সেঞ্চুরির দিকে ছুঁটছিলেন লিটন দাস। তবে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরি করতে পারেননি। ব্যক্তিগত ৮৩ রানে ফিরেছেন লিটন।

হাফ সেঞ্চুরি পূর্ণ করতে ১৮ বল খেলেছিলেন লিটন দাস। এই সময় একটি বলও ডট খেলেননি। এটা টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম হাফ সেঞ্চুরির কীর্তি গড়েছেন।

৪১ বলে ৮৩ রান করেন লিটন দাস। দলীয় ১৩৮ রানে বেন হোয়াইটের বলে উইকেটরক্ষক লরকান টাকারের হাতে ক্যাচ তুলে ফেরেন লিটন।

টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৭০তম ম্যাচে লিটনের এদিন দশম ফিফটি হাঁকান। তবে ২০ ওভারের ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস ৭৩ রানের।

চলতি মাসের ১৪ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় ৫৭ বলে ১০টি চার আর এক ছক্কায় ৭৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে লিটন আজ ৩৪তম ফিফটি হাঁকান। টেস্ট আর ওয়ানডেতে তিনি ৮টি সেঞ্চুরি করেছেন। 

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh