আইরিশদের সামনে ২০৩ রানের পাহাড়, শুরুতেই তাসকিনের আঘাত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৫:২৩ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩, ০৫:২৫ পিএম

তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে একের পর এক নতুন রেকর্ড করছে টাইগাররা। আজকের ম্যাচে আইরিশদের ২০৩ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সাকিব আল হাসানের দল।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুইশ রানের গণ্ডি পেরিয়েছিল টাইগার বাহিনী। এবার দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির হানা দিলেও ১৭ ওভারে ২০২ রানের বিশাল সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।

এদিকে, দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদ শিকার হয়ে ফিরেছেন অধিনায়ক পল স্টার্লিং। গোল্ডেন ডাকের শিকার হয়েছেন তিনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ রনি তালুকদার ও লিটন দাসের রেকর্ড ১২৪ রানের জুটিতে ২০২ রানের বিশাল সংগ্রহ পায়। লিটন দাসের ব্যাটে আসে ৮৩ রান ও রনি তালুকদার করেন ৪৪ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস। দেশের হয়ে এটাই দ্রুততম ফিফটি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh