সেই সাংবাদিকের অপরাধটা কোথায়, জানতে চান ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৫:৫৯ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩, ০৬:০২ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সাভারে কর্মরত দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাংবাদিক শামসুজ্জামান একজন মানুষের উক্তি, সত্য ঘটনা তুলে ধরে কী অপরাধটা করেছেন, সেটা বোধগম্য নয়।

আজ বুধবার (২৯ মার্চ) দুপুরে ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘এটা ভয়াবহ ঘটনা। ওই সাংবাদিক কী অপরাধটা করেছেন, আমি তো বুঝলাম না! সত্য যে ঘটনা, সেটা সে তুলে ধরেছে। একজন মানুষের যে উক্তি, সে উক্তিটা তুলে ধরেছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘অপরাধটা কী, ২৬ মার্চের দিনেই এটা করাটা? তার মানে স্বাধীনতাকে অপমান করা হয়েছে, মানহানি করা হয়েছে। তো একটা মানুষ যদি স্বাধীনতার দিনে ক্ষুধার্ত বোধ করে, সে যদি বঞ্চিত বোধ করে এবং সে যদি ওই কমেন্টটা দেয় যে দেশ স্বাধীন হয়ে আমার কী লাভ হলো। অপরাধটা কোথায়?’ 

সংবাদ সম্মেলনে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক প্রশ্ন করেন, একটা গণমাধ্যম তার দৃষ্টিভঙ্গি তুলে ধরে, অন্য গণমাধ্যম তার দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এবার একটু ব্যতিক্রম দেখা গেল। একটা গণমাধ্যম একটা প্রতিবেদন তুলে ধরল, তার বিপরীতে একাধিক গণমাধ্যম পাল্টা প্রতিবেদন করল। এটা গণমাধ্যমে মধ্যে বিভক্তি  তুলে ধরার কোনো উদ্দেশ্য আছে কি না?

জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করা এটা নতুন না, অনেক পুরোনো। সাংবাদিকদিকের প্রতিষ্ঠানগুলো— প্রেসক্লাবে বলেন, ডিআরইউ বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে ভাগ করা হয়েছে। লাভটা কোথায়? লাভটা হচ্ছে; যে সমস্ত সংবাদপত্র সত্য কথাগুলো তুলে ধরে, তারা কিছুটা ভয়কে জয় করে কিছুটা তুলে ধরে, এইগুলোকে বিপদগ্রস্ত করে ফেলা।’

সংবাদ সম্মেলনে নওগাঁয় র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনাকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি জানান, গতকাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সভায় এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। স্থায়ী কমিটি মনে করে, সম্পুর্ণ বেআইনিভাবে একজন মহিলাকে কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়া তুলে নেওয়া এবং ফলশ্রুতিতে মৃত্যু আবারও প্রমাণ করেছে এই সরকারের অধীনে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেচ্ছভাবে মানবাধিকার লঙ্ঘণ করেই চলেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh