বৃষ্টি থাকবে আরও ৫ দিন, কালবৈশাখীর পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৭:৩৬ পিএম

কালবৈশাখী ঝড়। ছবি: ফাইল

কালবৈশাখী ঝড়। ছবি: ফাইল

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও পাঁচদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। 

আজ বুধবার (২৯ মার্চ) আবহাওয়াবিদ বজলুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ থেকেই বাড়বে বৃষ্টি। কালবৈশাখী বয়ে যাবে অনেক এলাকার ওপর দিয়ে। তবে টানা বৃষ্টি হবে না। থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে প্রায় সারাদেশের বিভিন্ন এলাকায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh