বাংলাদেশকে ১৪ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম

জাইকার ঋণে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প। ছবি: সংগৃহীত

জাইকার ঋণে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প। ছবি: সংগৃহীত

তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এক দশমিক ২৭ বিলিয়ন ডলার বা প্রায় ১৩ হাজার ৯৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

আজ বুধবার (২৯ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি বিনিময় নোট এবং ঋণচুক্তি সই হয়েছে।

এতে বাংলাদেশের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিখা খান এবং জাপানের পক্ষে রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি ও জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ হিচিগুচি টমোহাইড।

জাইকার ঋলে যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে সেগুলো হলো-মাতারবাড়ি বন্দর উন্নয়ন-২, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট-১ এবং জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প।

ইআরডি থেকে জানানো হয়, ৪৩তম লোন প্যাকেজের আওতায় জাপান এ ঋণ দিচ্ছে। এর সুদের হার ধরা হয়েছে ১ দশমিক ২০ শতাংশ। সেইসঙ্গে পরামর্শ ফি রয়েছে শূন্য দশমিক ০১ শতাংশ এবং ফ্রন্ট এন্ড ফি শূন্য দশমিক ২ শতাংশ। ১০ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ চুক্তির আওতায় ঋণের অর্থে মাতারবাড়িতে আরও একটি নতুন বাণিজ্যিক বন্দর নির্মাণ করবে জাইকা। এ প্রকল্পের ইঞ্জিনিয়ারিং সেবার জন্য জাইকা প্রথমে দেবে ২ কোটি ডলার। পরবর্তী সময়ে দেবে ২৯ কোটি ৯০ লাখ ডলার। এ প্রকল্পে আরও ঋণসহ মোট ঋণ হবে ৮১ কোটি ১০ লাখ ডলার। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এছাড়া চুক্তি অনুযায়ী চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে উন্নয়ন প্রকল্পে জাইকা দেবে ৪২ কোটি ৯০লাখ ডলার। ২০২৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। জয়দেবপুর ঈশ্বরদী ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পে জাইকা দেবে ৩ কোটি ২৫ লাখ ডলার। ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh