‘হাফ পাশ আইন’ করা হোক

মো. সৈকত শাহরিয়ার

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সড়কে হাফ পাশের দাবি ছিল বহুদিনের, যা বিভিন্ন সময় আন্দোলনে রূপ নিয়েছিল। সম্প্রতি প্রজ্ঞাপনের মাধ্যমে হাফ পাশকে বৈধ অনুমোদন দিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু হাফ পাশ আইনেই লুকিয়ে রাখা হয়েছে বাস মালিকদের স্বার্থ। কারণ রাত ৮টার পর শিক্ষার্থীদের আর শিক্ষার্থী মনে করে না বাসের স্টাফরা। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হাফ পাশের সময় থাকবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। সন্ধ্যা ৭টায় বাসে ওঠার পর যদি ভাড়া নেওয়ার সময় ৮.০১ মিনিটও হয়ে যায়, তখন আর হাফ পাশ নিতে চায় না কোনো বাস স্টাফ। তারা তখন সরকারের নিয়ম শোনাতে থাকে। এ বিষয়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সকাল-দুপুর-রাত যাই হোক না কেন, শিক্ষার্থী শিক্ষার্থীই থাকে।

অন্যদিকে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করায় একজন শিক্ষার্থী যদি বাসে উঠে সামান্য দূরেও নামে, তাও তাকে ১০ টাকা দিতেই বাধ্য করা হয়। সেখানে কোনো হাফ পাশ মানা হয় না, সেখানেও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা-এ আইন তুলে ধরে ভাড়া আদায় করা হয়। 

কর্তৃপক্ষের কাছে আবেদন, সড়কে শিক্ষার্থীদের যেন হাসির খোরাক বানানো না হয় এবং একটি শিক্ষার্থীবান্ধব ‘হাফ পাশ আইন’ করা হয়। আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ।


মো. সৈকত শাহরিয়ার, ঢাকা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh