কক্সবাজার সমুদ্রে ভেসে এসেছে মৃত জেলিফিশ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৩:২৮ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ০৩:২৮ পিএম

জেলিফিশ। ছবি: কক্সবাজার প্রতিনিধি

জেলিফিশ। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের সঙ্গে ভেসে এসেছে অসংখ্য মরা জেলিফিশ। সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে আটকা পড়ে আছে এসব মাছগুলো।

গতকাল বুধবার (২৯মার্চ) বিকেলে সৈকতের কলাতলী পয়েন্টে অসংখ্য মরা জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে। এসব মাছের মধ্যে কোনোটা আকারে ছোট,  কোনোটা বড়। জেলিফিশ গুলো দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তবে এগুলো কী কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ কেউ বলতে পারছে না। 

খবর পেয়ে কক্সবাজারের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের সমুদ্রবিজ্ঞানীরা মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, এখন জেলিফিশ মারা যাওয়ার মৌসুম না। হয়তো জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল। পরে জেলেরা জেলিফিশগুলো ফেলে দেওয়ায় এগুলো সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, জেলিফিশ ভেসে আসছে খবর পেয়ে আমাদের টিম কাজ করছে। সৈকতের পরিবেশ সুরক্ষায় এসব সরিয়ে ফেলা হচ্ছে। 

এর আগে, গত বছরের ৩ ডিসেম্বর, ১১ নভেম্বর ও আগস্টের শুরুতে কক্সবাজার সমুদ্র সৈকতে অসংখ্য মৃত জেলিফিশ ভেসে এসেছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh