স্কুলছাত্রীকে লাঞ্ছিত করায় বখাটের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৪:০১ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ০৪:০৪ পিএম

দণ্ডপ্রাপ্ত বখাটে ফয়সাল মোল্লা। ছবি: মাদারীপুর প্রতিনিধি

দণ্ডপ্রাপ্ত বখাটে ফয়সাল মোল্লা। ছবি: মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকার এক স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার অপরাধে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বখাটে ফয়সাল মোল্লাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। বখাটে ফয়সাল মোল্লা (২৫) একই এলাকার মৃত জলিল মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত, শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকার এন্তাজদ্দিন খান পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করতো একই এলাকার ফয়সাল মোল্যা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ভেতরে গিয়ে বখাটে ফয়সাল মোল্যা ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল। স্কুলছাত্রী এর প্রতিবাদ করলে বখাটে ফয়সাল ওই ছাত্রীর গালে চড় মারে। এসময় ছাত্রী চিৎকার করলে বিদ্যালয়ের শিক্ষকসহ অন্যরা এসে বখাটে ফয়সাল মোল্লাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ফয়সাল মোল্লাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

ওই ছাত্রী বলেন, ফয়সাল আমাকে সব সময় বিরক্ত করতো। আজ আমি প্রতিবাদ করায় ও আমাকে মেরেছে। তাই ওর শাস্তি হওয়ায় আমি খুব খুশি।

বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রিপন ফকির বলেন, বখাটে ফয়সাল মোল্যা আমার সামনে বসেই এই ঘটনা ঘটিয়েছে। তাই ওর বিচার হওয়ায় আমরা খুশি। যাতে করে ও আর কোন মেয়ের সাথে এমন ঘটনা ঘটাতে না পারে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বখাটে ফয়সাল মোল্লাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh