ট্রেনের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৭:১৫ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ০৭:৪৮ পিএম

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন। ছবি: সংগৃহীত

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

জানা যায়, এবারের ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে প্রথমবারের মতো ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্তে নিয়েছে মন্ত্রণালয়।

এর পরিপ্রেক্ষিতে অনলাইনে টিকেট কেনার জন্য যাত্রীদের আগেই নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন বা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে হবে।

টিকিট কেনার জন্য রেলওয়ের টিকেটিং ওয়েব পোর্টাল বা Rail Sheba অ্যাপে গিয়ে যেকোনো মোবাইল থেকে জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

ঈদুল ফিতরে ট্রেনের টিকিট বিক্রির প্রথম দিন ৭ এপ্রিল মিলবে ১৭ এপ্রিলের টিকিট। একইভাবে ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল দেওয়া হবে ২১ এপ্রিলের টিকিট।

ফিরতি যাত্রায় ২৫ এপ্রিলের টিকিট ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ১৯ এপ্রিল এবং ৩০ এপ্রিলের টিকিট ২০ এপ্রিল বিক্রি করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh