একাত্তরের গণহত্যা নিয়ে জাতিসংঘে প্রথমবার আলোকচিত্র প্রদর্শনী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০৩:৫০ এএম

একাত্তরের গণহত্যা নিয়ে জাতিসংঘে প্রথমবার আলোকচিত্র প্রদর্শনী। ছবি: সংগৃহীত

একাত্তরের গণহত্যা নিয়ে জাতিসংঘে প্রথমবার আলোকচিত্র প্রদর্শনী। ছবি: সংগৃহীত

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর বাংলাদেশের মাটিতে চালানো নৃশংস গণহত্যার ওপর প্রথমবারের মতো জাতিসংঘ সদর দপ্তরে আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করে নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ২৭টি আলোকচিত্রসহ ১৯৭১ সালের গণহত্যার ওপর এক বিস্তারিত উপাখ্যান উপস্থাপন করা হয়েছে তিন দিনের প্রদর্শনীতে।

স্থানীয় সময় ২৯ মার্চ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ওই সময় জাতিসংঘের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিউইয়র্কে বসবাসরত প্রবাসী মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এই প্রদর্শনী ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অব্যাহত প্রচেষ্টাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীরভাবে ছড়িয়ে দিতে আমাদের আরও জোর প্রচেষ্টা চালানো দরকার। এই প্রদর্শনী কেবল গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে সহায়তা করবে না, আগামী দিনগুলোতে বিশ্বব্যাপী গণহত্যা ও অন্যান্য নৃশংস অপরাধ রোধের প্রয়োজনীয়তা সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh