ঝিনাইদহ জেলা ব্রান্ডিং গানের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৩:৩৮ পিএম

ঝিনাইদহ জেলা ব্রান্ডিং গানের উদ্বোধন অনুষ্ঠান। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা ব্রান্ডিং গানের উদ্বোধন অনুষ্ঠান। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা ব্রান্ডিং গানের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১ এপ্রিল) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশসকের কার্যালয়ে এ গানের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।

জাহেদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় গানটির চিত্রধারণ ও সম্পাদনা করা হয়। জেলা প্রশাসক মনিরা বেগমের সার্বিক নির্দেশনায় গানটি রচনা করা হয়। গানটির গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন।

এ গানের মাধ্যমে ঝিনাইদহ জেলার ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনাকে তুলে ধরা হয়। সেখনে জেলার মানুষের জীবন-জীবিকা, প্রকৃতি, কৃতি সন্তানসহ বিভিন্ন ফসলের চিত্রায়ন করা হয়। সেখানে, ঝিনাইদহকে নতুন রূপে দেখানোর চেষ্টা করা হয়েছে। পজিটিভ ঝিনাইদহকে তুলে ধরা হয়েছে গানের বিভিন্ন দিক থেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মুনিরা বেগম বলেন, বাংলাদেশের মধ্যে ঝিনাইদহ জেলা খুবই সম্ভাবনাময় একটি জেলা। এ জেলার ইতিহাস, ঐতিহ্য অনেকে জানেন না। তারা এ গানটি শুনলেই জেলার একটি পরিচিতি পাবে।

জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, আমরা বরাবরই ভালো কাজের সাথে ছিলাম, আছি, থাকবো। জাহেদী ফাউন্ডেশন মানুষের জন্য।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh