মার্চে রপ্তানি আয় কমেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৭:৫৪ পিএম

রপ্তানির জন্য পণ্য জাহাজে তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত

রপ্তানির জন্য পণ্য জাহাজে তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত

অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে পশ্চিমা দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা কমেছে। এ কারণে গত বছরের একই মাসের তুলনায় গত মার্চে রপ্তানি আয় ২.৪৯ শতাংশ কমে ৪.৬৪ বিলিয়ন ডলার হয়েছে।

আজ রবিবার (২ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।   

মার্চে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫.০২ বিলিয়ন ডলার, এক বছর আগে এই লক্ষ্যমাত্রা ছিল ৪.৭৬ বিলিয়ন ডলার।

ইপিবির তথ্য অনুসারে, গত বছরের মার্চে মার্চেন্ডাইজ শিপমেন্ট থেকে আয় হয়েছিল ৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ের মধ্যে সামগ্রিক আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়ে ৪১ দশমিক ৭২ বিলিয়ন ডলার হয়েছে। 

এর আগে ফেব্রুয়ারিতে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়কারী তৈরি পোশাকের চালান বিশ্ববাজারে ভালো গেছে; ফলে ফেব্রুয়ারিতে বছরওয়ারি হিসেবে পণ্য রপ্তানি ৭.৮১ শতাংশ বেড়ে ৪.৬৩ বিলিয়ন ডলার হয়।

যা টানা তিন মাস পাঁচ বিলিয়ন ডলারের ঘরে থাকার পর ফেব্রুয়ারিতেই তা কমে আসে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh