জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১০:৫৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক (২০২২-২৩ শিক্ষাবর্ষে) প্রথম বর্ষে ভর্তির আবেদন অনলাইনে শুরু হবে আগামী ৫ এপ্রিল। যা চলবে আগামী ৮ মে পর্যন্ত।

আজ রবিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ডিন (স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল) স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মানবিক বিভাগে আবেদনের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৬.৫ (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে) থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৭ (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে)। 

আরও বলা হয়, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৯ মের মধ্যে জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১ জুন শুরু হবে। 

দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh