ফের জামিন চেয়েছেন সাংবাদিক শামসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ১১:০০ এএম

 শামসুজ্জামান শামস। ছবি: সংগৃহীত

শামসুজ্জামান শামস। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফের সিএমএম আদালতে জামিন চেয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস।

এ মামলার প্রধান আসামি মতিউর রহমান গতকাল আগাম জামিন পাওয়ায় আজ সোমবার (৩ এপ্রিল) ২ নং আসামির পক্ষে এ জামিনের আবেদন করা হয় বলে জানিয়েছেন প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কর্মকার।

এর আগে, রবিবার (২ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

গত বুধবার (২৯ মার্চ) মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়। 

মামলাটি দায়ের করেছেন আব্দুল মালেক নামে এক ব্যক্তি, যিনি নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। একই সাথে তিনি 'বঙ্গবন্ধু ফাউন্ডেশন' নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি দাবি করেছেন।

মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও পত্রিকাটির সাভারে নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরা পারসন এবং প্রতিবেদনটি প্রচার-প্রকাশের সাথে জড়িত অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh