ফরিদপুরে ভারতীয় নাগরিক আটক

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৪:৩৪ পিএম

ভারতীয় নাগরিক আগারওয়ালা। ছবি: সংগৃহীত

ভারতীয় নাগরিক আগারওয়ালা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে আগারওয়ালা (৪১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, তিনি ভারতের কলকাতার ধর্মতলার মারওয়ারিপট্টি এলাকার রামপ্রসাদ আগারওয়ালার ছেলে।

গতকাল রবিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বাউতিপাড়া এলাকার একটি কালি মন্দিরের সামনে থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাউতিপাড়া এলাকায় একজন ভারতীয় নাগরিককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে স্থানীয়রা। পরে এলাকাবাসী  পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ভারতীয় নাগরিককে আটক করে থানায় নিয়ে যায়। এসময় তিনি বাংলাদেশে প্রবেশ করার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসাসহ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল জানান, খবর পেয়ে পুলিশ ওই ভারতীয় নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে। তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধভাবে পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

তিনি আরো জানান, এ ঘটনায় নগরকান্দা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh