দুই ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত স্কুলশিক্ষিকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৮:২৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অস্ট্রেলিয়ার একটি আল্ট্রা-অর্থোডক্স ইহুদি গার্লস স্কুলের দুই ছাত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছেন ইসরায়েলি এক সাবেক প্রধান শিক্ষিকা। 

অভিযুক্ত ওই সাবেক শিক্ষিকার নাম মালকা লিফার। তার বয়স ৫৬ বছর। সোমবার শুনানিতে লিফারের সাজা ঘোষণা করা হবে।

আজ সোমবার (৩ এপ্রিল) মেলবোর্ন জুরি জানিয়েছে, সাবেক ওই শিক্ষিকা ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে দুই বোন দ্যাসি এরলিচ ও এলি স্যাপারকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছেন। তবে তাদের তৃতীয় বোন নিকোল মেয়ারকে যৌন নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার কাউন্টি আদালতে ছয় সপ্তাহের বিচারে প্রমাণ পাওয়া গেছে, লিফার মেলবোর্নের অ্যাডাস ইজরায়েল স্কুলের একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। যেখানে নির্যাতনের শিকারের অভিযোগ তোলা ওই তিন বোন তার ছাত্রী ছিলেন। তারা জানান, স্কুল, স্কুল ক্যাম্প, ওই শিক্ষিকার বাড়ি ও তালাবদ্ধ শ্রেণিকক্ষে লিফার তাদের নির্যাতন করতেন।

লিফারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর ২০০৮ সালে তিনি ইসরায়েলে পালিয়ে যান। পরে অস্ট্রেলিয়ার অনুরোধে আট সন্তানের মা লিফারকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এর দুই বছর পরেই ইসরায়েলের একটি আদালত তার প্রত্যর্পণ স্থগিত করে জানায়, লিফার বিচারের জন্য মানসিকভাবে প্রস্তুত নন। তবে প্রাইভেট গোয়েন্দারা লিফারের কেনাকাটা করা, ব্যাংক চেক ভাঙানোর ছবি প্রকাশ করলে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাকে ফের গ্রেপ্তার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh