ব্যালট-ইভিএম নয়, বিএনপির আগ্রহ ‘নির্বাচনকালীন সরকার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৮:৫০ পিএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩, ০৯:০৭ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সাম্প্রতিক দেশকাল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সাম্প্রতিক দেশকাল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ব্যালটে হবে নাকি ইভিএমে হবে সেটা নিয়ে বিএনপির আগ্রহ নেই। জাতির যে সংকট, সেই সঙ্কট হলো নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালে কোন ধরনের সরকার থাকবে, তা হলো প্রধান সঙ্কট।  

আজ সোমবার (৩ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সম্মানে দেয়া ইফতার মাহফিলে তিনি এসব বলেন।

এসময় ফখরুল অভিযোগ করে বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গণতন্ত্রকামী মানুষ যারাই ভিন্নমত অবলম্বন করছে তাদের হয়রানি করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা গণতন্ত্রের জন্য ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। যুদ্ধের যে চেতনা, আশা-আকাঙ্ক্ষা ছিল, সব আজ ভূলুণ্ঠিত। আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, অতীতে যেমন শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, এখন আবার জনগণের সব অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার হীন চক্রান্ত করছে।  

তিনি বলেন, এদেশের জনগণ কখনো একনায়কতন্ত্র কিংবা স্বৈরাচারী সরকারকে কখনো মেনে নেয়নি। আজ বাংলাদেশের মানুষ যে অধিকার আদায়ের জন্য লড়াই করছে, সংগ্রাম শুরু করেছে, আমরা বিশ্বাস করি, সেই সংগ্রামে সব রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি তাদের অধিকার আদায়ের জন্য শরিক হবে এবং তাদের অধিকার আদায় করবে।  

ফখরুল বলেন, আজ সারাদেশে একটি শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়েছে। শুধু বিএনপির কথা বলছি না, সাধারণ কোনো দলের কথা বলছি না। আজ সাধারণ মানুষও নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছে না। অর্থনৈতিক উন্নয়নের নামে জনগণকে বোকা বানিয়ে দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছে। আজকের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে, বিদেশি পত্রিকাগুলোতে তা তুলে ধরা হয়েছে।

ইফতার মাহফিলে জাতীয় পার্টি থেকে দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম মেম্বার কাজি ফিরোজ রশিদ যোগ দেন। এসময় বিএনপির আন্দোলনে যুগপৎ কর্মসূচিতে অংশ নেয়া দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh