রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৮:৩৬ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:১০ এএম

ঘটনাস্থলের ছবি। ছবি: সংগৃহীত

ঘটনাস্থলের ছবি। ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন আশেপাশের চারতলা ভবন পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুরুতে ফায়ার সার্ভিসের ২৬ টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। বর্তমান ৪৭টি ইউনিট আগুন নেবানোর কাজ করছে। একইসঙ্গে সেনাবাহিনীর একটি সমন্বিত দল আগুন নেভানোর কাজে যোগদান করেছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৬টার কিছুক্ষণ পরই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের তীব্রতা বাড়ায় পরে ২১টি ইউনিট যোগ দেয়। বর্তমানে ৪৩টি ইউনিট আগুন নেবানোর কাজ করছে। 

এখন পর্যন্ত আগুনে কারও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh