আযানের আগে কি ইফতার করা যায়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:৩৩ এএম

ইফতার। প্রতীকী ছবি

ইফতার। প্রতীকী ছবি

রমজান মাসে রোজা রাখা ফরজ। তেমনি রোজা রেখে সঠিক সময়ে ইফতার করারও খুব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে সঠিক সময়ে ইফতারের মধ্য দিয়ে রোজা আদায় করা সম্ভব।

ইফতার সুন্নত পদ্ধতিতে করা আবশ্যক। কিন্তু মানবিক প্রবৃত্তি, ভুল ধারণা ও স্থানীয় প্রচলনের কারণে মানুষ কিছু ভুল করে থাকে, যা পরিহার করতে পারলে রোজাগুলো অনেক বেশি সুন্দর হবে।

ইফতার করে নামাজ পড়ার পর প্রয়োজনীয় আহার ভক্ষণ করবে রোজাদার। অবশ্য যদি আহার প্রস্তুত থাকে, তাহলে প্রথমে আহার খেয়েই নামাজ পড়বে। যেহেতু হজরত আনাস (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রাতের খাবার উপস্থিত হলে মাগরিবের নামাজ পড়ার আগে তোমরা তা খেয়ে নাও। আর সে খাবার খেতে তাড়াহুড়া কোরো না।’ -সহিহ বোখারি: ৬৭২

সূর্যের পুরো বৃত্ত অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারের সময় হয়। আর সে সময় হলো মাগরিবের নামাজের আগে। মহান আল্লাহ বলেন, ‘...অতঃপর নিশাগম (রাতের আগমন) পর্যন্ত তোমরা সিয়াম (রোজা) পূর্ণ করো...।’ -সুরা বাকারা: ১৮৭

রোজার নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে ইফতারের জন্য প্রত্যেক রোজাদারের অধীর আগ্রহে অপেক্ষা করা স্বাভাবিক। অতএব ইফতার করতে তাড়াতাড়ি করা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও প্রিয় নবী (সা.) আমাদের দ্রুত ইফতার করার নির্দেশ দিয়েছেন। হজরত রাসুল (সা.) ইরশাদ করেন, ‘মানুষ ততক্ষণ মঙ্গলে থাকবে, যতক্ষণ তারা (সূর্য ডোবার পর নামাজের আগে) ইফতার করতে তাড়াতাড়ি করবে।’ -সহিহ বোখারি: ১৯৫৭

অতএব দেখার বিষয় হলো সূর্যাস্ত- আজান নয়। সুতরাং রোজাদার যদি নিজ চোখে দেখে যে সূর্য ডুবে গেছে; কিন্তু মোয়াজ্জিন এখনো আজান দেয়নি, তাহলেও তার জন্য ইফতার করা বৈধ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh