প্রিমিয়ার লিগে কোচ ছাঁটাইয়ের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:৩৫ এএম

কোচ ছাঁটাইয়ের তালিকায় সর্বশেষ দুই নাম গ্রাহাম পটার ও ব্রেন্ডন রজার্স। ছবি: সংগৃহীত

কোচ ছাঁটাইয়ের তালিকায় সর্বশেষ দুই নাম গ্রাহাম পটার ও ব্রেন্ডন রজার্স। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ বদলের হিড়িক পড়েছে। তাতে অপ্রত্যাশিত এক রেকর্ড হয়েছে ইংল্যান্ডের টপ-ফ্লাইটে। সেখানে এক মৌসুমে সবচেয়ে বেশি কোচ ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে।

লিগটিকে সবশেষ প্রধান কোচের চাকরি হারিয়েছেন গ্রাহাম পটার। তাকে চাকরিচ্যুত করেছে চেলসি কর্তৃপক্ষ। ১২তম কোচ হিসেবে ছাঁটাই হলেন তিনি।

এই ক্লাবটিই মৌসুমে দ্বিতীয়বার কোচ ছাঁটাই করল। এর আগে গত সেপ্টেম্বরে ব্লুজদের ডাগআউট থেকে বিদায় করা হয় থমাস টুখেলকে। চেলসি ছাড়াও দুই কোচকে ছাঁটাই করেছে সাউদাম্পটন।

এছাড়া পরিবর্তন এসেছে বোর্নমাউথ, উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্স, অ্যাস্টন ভিলা, এভারটন, লিডস ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, টটেনহাম হটস্পার এবং লেস্টার সিটির ডাগআউটে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh