আয়ারল্যান্ড সিরিজ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১০:২৭ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩, ১০:৩০ এএম

টস করছেন বাংরাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ছবি: সংগৃহীত

টস করছেন বাংরাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে লড়াই করবে বাংলাদেশ। তবে শুরুতেই টস ভাগ্যে হেরেছে টাইগাররা। টসে জিতে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন। 

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। সরাসরি দেখাবে গাজী টিভি ও টি স্পোর্টস। 

আইরিশদের বিপক্ষে আজ তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ইনজুরিতে থাকায়, দলে রয়েছেন ইবাদত হোসেন, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

এদিকে তামিমকে নিয়ে টেস্টের আগের দিন শঙ্কা জাগলেও আজ একাদশে রয়েছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর এবার বাংলাদেশের লক্ষ্য টেস্ট সিরিজ জেতা। 

আজকের ম্যাচে একসঙ্গে সাত ক্রিকেটারের টেস্ট অভিষেক হচ্ছে। যার সবগুলোই সফরকারী আয়ারল্যান্ডের। 

আয়ারল্যান্ড স্কোয়াড:

মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট।

বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, সাদমান ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh