বঙ্গবাজারে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০১:৩২ পিএম
বাংলাদেশ পুলিশের সদর দপ্তর। ছবি: সংগৃহীত
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।’
উল্লেখ্য, আজ সকাল ৬টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবল বাতাস ও পানি সংকটে আগুন নেভানোতে বেগ পেতে হয়েছে উদ্ধারকর্মীদের। ছয় ঘণ্টায় পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজারের বেশিরভাগ দোকান।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় র্যাবের ঢাকার চারটি ব্যাটালিয়ন এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন আইশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক রাখতে কাজ করছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন, র্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল ও সাদা পোশাকে ছয়টি দল ঘটনাস্থলে কাজ করছে।