আঞ্চলিক সড়কে টোল আদায়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৫:১১ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩, ০৫:২২ পিএম

আঞ্চলিক সড়ক। ফাইল ছবি

আঞ্চলিক সড়ক। ফাইল ছবি

আঞ্চলিক সড়কেও টোল আদায়ের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ অনুশাসন দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার গণমাধ্যমকে জানান, একনেক সভায় মুখ্য সচিব বিষয়টি তোলেন। আর উল্লেখ করেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে সড়ক করে দেয়া হচ্ছে। এরপর প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক সড়কেও নূন্যতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে।

সভায় সরকার প্রধান বলেন, হাওর এলাকায় পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়, এমন সড়ক নির্মাণ করা যাবে না। প্রয়োজনে এলিভেটেড সড়ক নির্মাণ করতে হবে।

পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ৬টি নতুন এবং ৫টি সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে চার হাজার ২৫২ কোটি টাকা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh