মতিউর রহমানের গ্রেপ্তারের দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৬:৫৪ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩, ০৭:১৯ পিএম

মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ছবি: জাবি প্রতিনিধি

মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ছবি: জাবি প্রতিনিধি

স্বাধীনতা দিবসের কটূক্তি, হলুদ সাংবাদিকতা ও শিশু নিপীড়নের অপরাধে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এসময় তারা প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি জানান। 

আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সাধারণ সম্পাদক জাহেদুজ্জামান শাকিল বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই একদল সাংবাদিক ও স্বাধীনতা বিরোধী চক্র দেশের উন্নয়নকে থামিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে। এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামিয়ে দিতে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রথম আলোর এই সম্পাদক আমাদের প্রিয় নবীকে নিয়েও কটূক্তি করেছেন। আমরা বলতে চাই তিনি কোথা থেকে এতো শক্তি পায়? আমরা জাবি শিক্ষার্থীরা এই অপশক্তিকে রুখে দেবো। আমরা অবিলম্বে তাকে গ্রেপ্তার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি।

এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, প্রথম আলো টাকার বিনিময়ে একটি শিশুর বক্তব্য প্রচার করেছে। ৭১ টিভির একজন সাংবাদিক সেই সত্য উন্মোচন করেছেন। প্রথম আলো অসত্য সংবাদ প্রচার করে এই জাতিকে বিভ্রান্ত করেছে। সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা গঠনমূলক ভাবে মানুষের কথা তুলে ধরবেন সেটা আমরা প্রত্যাশা করি। মতিউর রহমানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

সমাপনী বক্তব্যে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, আজকে যে দাবিতে শিক্ষার্থীরা দাঁড়িয়েছে তা যৌক্তিক। আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। তবে এই স্বাধীনতাকে ব্যবহার করে যারা পাকিস্তানি দালালদের উদ্দেশ্য বাস্তবায়নে কেউ কাজ করে, দেশে থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে বেড়ায় তাদের বিরুদ্ধে আমাদের আজকের মানববন্ধন। প্রথম আলো তাদের সংবাদে ছবি দিয়েছে একজনের আর উক্তি দিয়েছে আরেকজনের। কিন্তু ওই উক্তির জাকির এদেশে আছে কিনা তাও দেখাতে পারেনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh