বঙ্গবাজার অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে ডিএসসিসির ৮ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:০১ পিএম

বঙ্গবাজারে আগুনের কারণ অনুসন্ধান করতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ছবি: সাম্প্রতিক দেশকাল

বঙ্গবাজারে আগুনের কারণ অনুসন্ধান করতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ছবি: সাম্প্রতিক দেশকাল

বঙ্গবাজারে আগুনের কারণ অনুসন্ধান করতে ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী তিন দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবাজারে সংগঠিত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

আট সদস্যের তদন্ত কমিটিতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়াও দক্ষিণ সিটির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসন-৫ এর কাউন্সিলর, প্রধান রাজস্ব কর্মকর্তা, সম্পত্তি কর্মকর্তা, জেলা প্রশাসকের একজন প্রতিনিধি এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে এ কমিটিতে সদস্য করা হয়েছে।

এছাড়াও ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বঙ্গবাজারের এ অগ্নিকাণ্ড স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আজ ভোর ৬টা ১০ মিনিটের দিকে আগুন আশপাশের মার্কেটেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে অর্ধশত ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে পুলিশ, র‌্যাব, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পোড়ে আশপাশের আরও চার-পাঁচটি মার্কেটও। এমনকি পুলিশের একটি ব্যারাকেও আগুন লাগে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh