ফেসবুকে পোস্ট দিয়ে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:৪০ পিএম

সিয়াম মো: আরাফাত। ছবি: সংগৃহীত

সিয়াম মো: আরাফাত। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ কক্ষ তার মৃতদেহ পাওয়া যায়।

সিয়াম মো: আরাফাত নামের ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি নীলফামারী জেলার চিলাহাটি। তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়বিকেল থেকে তার রুম ভেতর থেকে বন্ধ ছিলো। মাগরিবের পরও রুম বন্ধ দেখে একজন রুমে ধাক্কা দেন, জানালা দিয়ে উঁকি দিলে  তার ঝুলন্ত দেহ দেখা যায়। পরবর্তীতে দরজা ভেঙে তাকে বের করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, তার আত্মহত্যার বিষয়ে শুনেছি। হলের শিক্ষার্থীরা সিয়ামকে তার কক্ষে (১১৫/বি) ঝুলন্ত অবস্থায় পেয়ে মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরবর্তীতে আমি মেডিকেলে আসলে জানতে পারি সে মারা গেছে।

মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে সিয়ামকে মেডিকেলে নিয়ে আসা হয়। তখন আমরা পরীক্ষা করে দেখি, সে আগেই মারা গেছে। যখন তার লাশ পাই, তখন তার গলার মধ্যে রশি গেঁথে ছিল। ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে।’

সিয়াম আত্মহত্যা করার আগে গতকাল (সোমবার) রাত ৪টা ২৫ মিনিটে তার ফেসবুক ওয়ালে পোস্ট দেন। পোস্টে লেখেন, আমার সকল জিজ্ঞাসা আজ পথ পেয়েছে। সবকিছুর উত্তর পেয়েছি। এটা স্বর্গীয় মূহুর্তযা আমি আগে কখনো পরখ করিনি। কোন শব্দ দিয়ে তা বর্ণনা করা যাবে না।... সমগ্র জীবনে একটা প্রশ্নই আমাকে তাড়া করতো। জীবনের মানে কী? আমি আমার সমগ্র জীবন জুড়ে এই প্রশ্নের উত্তর খুঁজেছি।   আমি প্রায় সম্ভাব্য সব বই পড়েছি।....কিন্তু একটা বিষয় জানা জরুরি যে কেউ তোমাকে এটা শেখাতে পারবে না।....জীবনকে বুঝতে হলে তোমাকে আগে মৃত্যুকে বুঝতে হবে। এটা সবকিছুর পরিসমাপ্তি।...যখনই তুমি মৃত্যুকে বুঝতে পারবে তখই তুমি জীবনের উদ্দেশ্য জানতে পারবে।

তার কক্ষ থেকে সদগুরুর ‘‘ডেথ: অ্যান ইনসাইড স্টোরি’’ বইটি পাওয়া যায়। হলের অনেকের ভাষ্যমতে তিনি বেশ কিছুদিন যাবৎ মেডিটেশন করছিলেন।

সিয়াম সেশন ড্রপ-আউট হয়ে ৪৭তম ব্যাচের সাথে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।

তার মৃতদেহ এখন বিশ্ববিদ্যালয় মেডিকেলে সেন্টারে আছে। গ্রামের বাড়ি থেকে তার আত্মীয়েরা আসলে মৃতদেহ হস্তান্তর করা হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh