খাগড়াছড়িতে সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০২:৩৫ পিএম

ইউপিডিএফের সড়ক অবরোধ কর্মসূচি। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

ইউপিডিএফের সড়ক অবরোধ কর্মসূচি। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা (উষা) হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ৫ উপজেলায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৫ থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়িতে এ অবরোধ চলে। সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

খাগড়াছড়ি -রামগড় সড়ক ও খাগড়াছড়ি -মানিকছড়ি সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় ইউপিডিএফের কর্মীরা।

এতে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভোরে পুলিশি পাহারায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও ট্রাক খাগড়াছড়িতে পৌঁছায়।

গুইমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, সকাল থেকে আমরা সর্তক অবস্থানে আছি। কোনধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল দিচ্ছি। ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো পুলিশি পাহারায় নিরাপদে পৌঁছে দেওয়া হচ্ছে।

সংবাদপত্র ও পত্রিকাবাহী যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এবং গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোনের জরুরি কাজেনিয়োজিত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন ইউপিডিএফ।

শনিবার রাতে মানিকছড়ির যোগ্যছলা এলাকায় গণপিটুনিতে মারা যায় ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh