ইসির নিবন্ধনের তালিকায় সাত রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৭:৫১ পিএম

নির্বাচন কমিশন ভবন। ছবি: সাম্প্রতিক দেশকাল

নির্বাচন কমিশন ভবন। ছবি: সাম্প্রতিক দেশকাল

নিবন্ধন দিতে প্রাথমিকভাবে ৭টি রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা না করলেও দলগুলোর বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

আজ বুধবার (৫ এপ্রিল) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিকভাবে প্রতিবেদন পর্যালোচনা করে অন্তত ৪টি দলকে নিবন্ধন দেয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে কমিশনের সব শর্ত পূরণ করায় নিবন্ধন নিয়ে আশাবাদী অনেক সংগঠনের আহবায়করা।

ইসি সচিব জানান, অনেকগুলো দলের নিবন্ধনের জন্য আবেদন পড়েছিলো। সেখান থেকে যাচাই বাছাই করে কয়েকটা দল নিয়ে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। তাদের বিষয়ে মাঠ পর্যায়ে এখন তদন্ত শুরু হবে।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, নিবন্ধন পেতে যাওয়া ওই দলটি সাতটি হলো জামায়াত থেকে বহিষ্কৃত নেতাদের আমার বাংলাদেশ (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিবি), বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট (বিএনএম), নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বাংলাদেশ জাতীয় বঙ্গলীগ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh