পোশাক শ্রমিকদের বেতন ১০ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৮:৩৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঈদের ছুটির আগে পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এপ্রিলের ১৫ দিনের বেতন দেওয়া হবে মালিক-শ্রমিক আলোচনার ভিত্তিতে।

আজ বুধবার (৫ এপ্রিল) রাজধানীর শ্রম ভবনে আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

প্রতিমন্ত্রী বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে মার্চ মাসের বেতন মালিকরা ১০ এপ্রিলের মধ্যে দিবেন। সরকারি ছুটির পাশাপাশি বাড়তি ছুটি নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেয়া হবে।

তিনি বলেন, ঈদের ছুটির আগেই বোনাস ও মার্চ মাসের বেতন কারও বকেয়া থাকলে, তা পরিশোধ করতে হবে। 

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলনকক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ১৪তম সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

এপ্রিল মাসের প্রথম ১৫ দিনের মজুরি পরিশোধের বিষয়ে তিনি কারখানা মালিকদের শ্রমিকদের সাথে পরামর্শ করার অনুরোধ করেন। একইসঙ্গে, ঈদের সরকারি ছুটির সাথে সামঞ্জস্য রেখে ছুটি ঘোষণা করারও অনুরোধ করেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh