হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৩ দিন বাড়লো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৯:১৫ পিএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩, ০৯:১৫ পিএম

বিমানবন্দরে হজযাত্রী। ছবি: ফাইল

বিমানবন্দরে হজযাত্রী। ছবি: ফাইল

সাত দফায় কোটা পূরণ না হওয়ায় অষ্টমবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। এবার তিনদিন বাড়িয়ে আগামী রবিবার (৯ এপ্রিল) পর্যন্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, গত বুধবার (৫ এপ্রিল) হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হলেও কোটা পূরণ না হওয়ায় আগামী রবিবার (৯ এপ্রিল) পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মতিউল ইসলাম বলেন, এখনও কোটার ৮ হাজার ফাঁকা থাকলেও সরকারি-বেসরকারি ৩ হাজারের বেশি হজ গাইডকে সৌদি আরবে পাঠাতে হবে। তাদের জন্য কিছু কোটা সংরক্ষণ করা আছে। ফলে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪ হাজার কোটা ফাঁকা থাকতে পারে।

প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh